ষষ্ঠবারের মতো নেইমারের হাতে ‘সাম্বা গোল্ড’ ট্রফি

বিশ্বকাপের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের। বিশ্বমঞ্চে ইনজুরির শিকার, তার দল বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এরপর ক্লাব ফুটবলে লাল কার্ড দেখে মাঠ ছাড়া, মোট কথা গেল বছর থেকে এখন পর্যন্ত সময়টা বেশি অনুকূলে নেই এই পিএসজি তারকার। তবে এর মধ্যেই আবার ভক্তদের জন্য মন ভালো করা খবর নিয়ে হাজির হয়েছেন নেইমার।

গত সোমবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন নেইমার। একটিতে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে সেই ট্রফিতে চুমু খাচ্ছেন। ট্রফিতে খোঁদাই করা আছে নেইমারের নাম। ফুটবল আকৃতির সোনালি রঙের সেই ট্রফিতে লেখা ‘সাম্বা গোল্ড ২০২২’।

ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘ষষ্ঠবার।’ অর্থাৎ এবারসহ ষষ্ঠবারের মতো ট্রফিটি জিতলেন তিনি। তা কি এই সাম্বা গোল্ড ট্রফি?

জানা গেছে, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’ এই পুরস্কারটি দিয়ে থাকে। ব্রাজিলের বাইরে খেলা সেরা ব্রাজিলিয়ান ফুটবলারের পুরস্কার এটি। সংবাদমাধ্যমটি ২০০৮ সাল থেকে পুরস্কারটি চালু করেছে। কেউ কেউ এই পুরস্কারকে ‘সাম্বা ডি’অর’ও বলে থাকেন।

মোট ৩০ জন ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার জায়গা পেয়েছেন। এছাড়া লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ জন ফুটবলার।

গত বছর পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে পিএসজি তারকাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবার নিয়ে নেইমার মোট ৬ বার পুরস্কারটি জিতলেন, তার মধ্যে এটি তার টানা তৃতীয় ‘সাম্বা গোল্ড’ ট্রফি।

You might also like