সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটির ১১১ সুপারিশ
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১টি সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময়ের পর কমিটির সভাপতি ও শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, ৫ সেপ্টেম্বর জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করে এসব সুপারিশমালা উপস্থাপন করা হবে। তিনি আরো বলেন, সুপারিশ করে কোনো লাভ নেই, যদি এর বাস্তবায়ন প্রক্রিয়া সঠিক ও যথাযথ না হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি