সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তাদেরই গ্রেফতারের ভয় থাকে: ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

১৩২

সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তাদেরই গ্রেফতারের ভয় থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ নগরীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বলেন, চট্টগ্রাম-৯ আসনে ইভিএম নিয়ে নারী ভোটারদের মধ্যে অপপ্রচার চালানো হচ্ছে। বৈঠকে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like