সন্দ্বীপে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ
সন্দ্বীপ এখনো করোনামুক্ত তাই অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, সম্প্রতি পৌরসভা ও গাছুয়া ইউনিয়নে ইতালী ফেরত দুই ব্যক্তিকে নিজ বাসাতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
তাছাড়া এ বিষয়ে সতর্কতা বৃদ্ধির জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইউনিয়নভিত্তিক কমিটি গঠন, লিফলেট বিতরণ ও নৌ-ঘাট গুলোতে বিদেশ ফেরত কেউ আসলে প্রশাসনকে অবহিত করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি