সন্দ্বীপে ৪ দুর্ধর্ষ ডাকাত আটক
চট্টগ্রামের সন্দ্বীপে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৫ জুলাই এক অভিযানে মগধরা ইউনিয়নের বাংলা বাজারে দোকান ডাকাতির ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গতকাল বিকেলে আরো তিনজনকে আটক করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ২ টি কিরিচ, ২টি ছোরা, ১টি তালা কাটার যন্ত্র সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি