সফর শেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শ্রীলংকার দুই যুদ্ধজাহাজ
চারদিনের সফর শেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শ্রীলংকার দুই যুদ্ধজাহাজ। সকালে শ্রীলঙ্কান যুদ্ধজাহাজ ‘সায়ুরা ও নন্দিমিত্র’ বন্দরে এসে পৌঁছায়।
জাহাজ দুইটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ নৌ সদস্য রয়েছে ২৪৭ জন । এর আগে জাহাজ দু’টি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনীর জাহাজ দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়। শুভেচ্ছা সফরে বাংলাদেশ ও শ্রীলংকার নৌবাহিনীর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও নাবিকদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো সুদৃঢ় হবে বলে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ। জাহাজ দুটি ২৯ আগস্ট শুভেচ্ছা সফর শেষে বাংলাদেশ ত্যাগ করবে।ভাগীয় কর্মকর্তা ড. মাহবুবুর রহমানসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি