সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার সক্ষমতা অর্জন করেছে পুলিশ

১৫৪

বাংলাদেশ পুলিশ যে কোন ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ এ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ নামক মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দর গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির, চট্টগ্রাম জোন পিআইবির পুলিশ সুপার ইকবাল হোসেন সহ অন্যরা। পরে বিকাল আইজিপি চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like