সব ফরম্যাটেই বিশ্বসেরা বাবর

১৭

করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাক অধিনায়কের এই ইনিংসের বদৌলতে ম্যাচ হারতে হারতে বেঁচে গেছে পাকিস্তান। ম্যাচ ড্র হওয়ার পর বিশ্ব ক্রিকেটে বাবর আজমের ইনিংস নিয়ে প্রশংসা করছেন অনেকেই।

সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাবেক এই ইংলিশ তারকা বাবরকে প্রশংসা করে নিজের টুইটারে পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন, এই বিষয়ে কোনও প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম। সব ফর্ম্যাটেই তিনি দুদার্ন্ত করছেন।

করাচিতে অজিদের প্রথম ইনিংসে ৫৫৬ রানে ইনিংস ঘোষণার পর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে মাত্র ৫৩ ওভার থেকে ১৪৮ রান করতে সক্ষম হয়। কামিন্স পাকিস্তানকে ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। সেখানে ৯৭ রানে আবার ইনিংস ঘোষণা করেন। এতে পাকিস্তানের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় ৫০৬ রানে।

যা করতে পারলে বিশ্বরেকর্ডই হত। কিন্তু পাকিস্তান, বাবর আজম, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের কল্যাণে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান করলে মহাকাব্যিক টেস্ট ম্যাচ ড্রয়ে নিষ্পত্তি হয়।

You might also like