সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে : হুইপ
সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
সকালে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দুর্যোগময় এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের এ ত্যাগের পুরষ্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আহাদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ সোহেল রানাসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি