সরকার বিএনপির আগুনসন্ত্রাসকে ভয় পায়: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য হলো যে সংকটে দেশ রয়েছে, তা থেকে বেরিয়ে আসা নয়। বরং রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়াই বিএনপির লক্ষ্য।’
বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বরিশালে বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরিশালে বিএনপির সমাবেশের সময় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে কি না জানি না। বাড়াবাড়ি হলে বিষয়টি ভালোভাবে নেওয়া হবে না, খোঁজ নিচ্ছি।’
বিএনপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ নেতা যারা পরিবহন মালিক, তারা বাস ধর্মঘট করেছেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেখানে জাপা, বিএনপি নেতা ও শাজাহান খান আছেন, তাদের জিজ্ঞেস করুন। আমার এটা জানা নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সমাবেশের মাধ্যমে প্রস্তুত হচ্ছে। কিন্তু সরকার ভয় পায় তাদের আগুনসন্ত্রাসকে। বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বললেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তাদের টাকার উৎস ও কাকে কত দেওয়া হবে, সেটার হিসাব করছে তারা, সেটাও আমরা জানি।’