সরিষাবাড়ীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

২৭

জামালপুরের সরিষাবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিগপাইত-তারাকান্দি মহাসড়কে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য,গত ২৪ ফ্রেব্রুয়ারি সকালে যমুনা সার কারখানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে তোফাজ্জল হোসেন টিটুর নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসী দল। এসময় সাংবাদিকদের ক্যামেরা,মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

You might also like