সরিষাবাড়ীতে লাশ নিয়ে সড়ক অবরোধ
জামালপুরের সরিষাবাড়ীতে জাহিদ হত্যাকান্ডের পর ২৮ ডিসেম্বর শুক্রবার নিহতের জেঠাত বড় ভাই মোস্তফা আকন্দ, ইউসুফ আলী, সাদ্দাম হোসেন ও ভাগ্নে জনিকে কুপিয়ে আহত করে আসামী ফরহাদ, মঞ্জু, আলম, শাহীন, আবু সাঈদ, ফরিদাসহ ১৫-২০ জন।
মুমূর্ষ অবস্থায় সোমবার ইফসুফ আকন্দ’র মৃত্যু পর গতকাল মঙ্গলবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি এবং নিহতের পরিবার পরিজনের নিরাপত্তার দাবীতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচী তারাকান্দি-ভূয়াপুর সড়কে ৫ ঘন্টা পালন করে ১০ হাজার এলাকাবাসী।
এ ঘটনার খবর পেয়ে এ আসনের নৌকার নব নির্বাচিত এমপি ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান মাজেদ সমাবেশ স্থলে উপস্থিত হয়ে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন। পরে ওই সড়কের উপর নিহত ইউসুফ আকন্দ’র নামাজে জানাযা শেষে তার পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি