সহকর্মীদের শ্রদ্ধায়-ভালোবাসায় সিক্ত হলেন গোলাম সারওয়ার

৯৯

সহকর্মীদের শ্রদ্ধায়-ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিকতার বাতিঘর ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সকালে প্রবীণ এ সাংবাদিকের মরদেহ নেয়া হয় তার আপনালয় দৈনিক সমকাল কার্যালয়ে। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। এরপর গোলাম সারওয়ারের মরদেহ নেয়া হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গোলাম সারওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গেলো সোমবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষিয়ান এই সাংবাদিক।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like