সাংবাদিকদের কি বার্তা দিলেন প্রভা?

১৫

ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয়ও এই মাধ্যমে ভক্তদের সাথে শেয়ার করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রভা যতটা সরব, ততটা যোগাযোগ নেই বিনোদন সাংবাদিকদের সঙ্গে। মাঝে মধ্যে খবরের শিরোনাম হলেও, সেটি সোশ্যাল মিডিয়ার বদৌলতেই হয়ে থাকেন।

এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিনোদন সাংবাদিকদের উদ্দেশ্যে বিশেষ এক বার্তা দিলেন প্রভা। গত বুধবার পোস্ট করা ভিডিওটিতে প্রভা জানান, তাকে নিয়ে অসংখ্য মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

অভিনেত্রী বলেন, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি বলে আপনারাও আমাকে বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন, তা হলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা সংবাদগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।

প্রভা জানান, তিনি চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক। এছাড়া পরবর্তীতে মিথ্যা খবর প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান প্রভা।

অভিনয় থেকে দীর্ঘদিন বিরতিতে থাকার পর নতুন বছরে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে আবারও পর্দায় ফিরেছেন প্রভা। ভালো চিত্রনাট্য পেলে হয়তো বড় পর্দায়ও দেখা যেতে পারে আলোচিত এই অভিনেত্রীকে।

You might also like