সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের দাবি
সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সরকারের প্রতি অনুকূল পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
একই সঙ্গে ইন্টারনেটের ব্যবহার নিয়ন্ত্রণের নামে সাংবাদিকতার জন্য পরিবেশ প্রতিকূল না করতে সরকারের প্রতি আহ্বান জানান গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আজ (রবিবার) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘উপকূলে পরিবেশ সাংবাদিকতার সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তারা।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, গণমাধ্যমকর্মীরা যখন জনগণকে সঠিক তথ্য দেন তখন তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্ত করে। তারা অনেক ধরণের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করেন।
তবে আইনের শাসন ও জবাবদিহিতা শুধু গণমাধ্যমের জন্যই না, বরং প্রশাসনের সব স্তরেও তা থাকা উচিত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি