সাংবাদিকের সহযোগিতায় মা-বাবার কোলে শাকিল

৪৪৬

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার জগদানন্দ এলাকার নজরুল ইসলাম শাকিল ১৫ বছরের মা-বাবার আদরের সন্তান। বাবার সাথে রাগ করে বাড়ি থেকে পালিয়ে প্রায় একমাস মা-বাবা ছেড়ে কেটেছে তার জীবন।

গত ১৩ জুনে নিজের বাড়ি থেকে পালিয়ে যায় । গতকাল সন্ধ্য়ায় সাংবাদিক সাদ্দামের সহযোগিতায় বাবার কোলে  ফেরে শাকিল।

গত ৫ জুলাই বড় বাজার থেকে উদ্ধার করার পর কোন ভাবেই তার মা-বাবার সন্ধান পাওয়া যাচ্ছিল না, পরে স্থানীয় সাংবাদিক জাতীয় দৈনিক আমার সংবাদ ও অনলাইন জাতীয় দেশসংবাদের আখাউড়া উপজেলা প্রতিনিধি মো: সাদ্দাম হোসাইন বিস্তারিত সব কিছু জেনে ফেসবুকে একটি পোস্ট দেয় “শাকিল ফিরতে চায় তার মা-বাবার কোলে” এই নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেবার ১ দিনের মধ্যে সন্ধান মিলে তার মা বাবার ।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like