সাংবাদিক এ এম মুফাজ্জল আর নেই
দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক, গবেষক ও লেখক এ এম মুফাজ্জল (ঈসা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার পারিবারিক সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এ এম মুফাজ্জল জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। ১৯৩৯ সালে ১ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৪৭ সালে সাংবাদিকতায় যোগদান করেন।