সাংবাদিক শামসুল আলম বেলাল আর নেই

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই।

রোববার দিবাগত রাত ২টায় তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামসুল আলম বেলালের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) গভীর শোক প্রকাশ করেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সংগঠনের সদস্যদের পক্ষে কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।