সাউদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি
সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বায়েজীদের আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস কড়ই ও চম্পা ফুলের চারা গাছ লাগিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউনিভার্সিটির চেয়ারম্যান খলিলুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফসহ অন্যান্যরা।