সাতকানিয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

৮৫

চট্টগ্রামের সাতকানিয়ায় মাটিবাহী ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে জিন্নাত আরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল (রবিবার) সাতকানিয়া-বাঁশখালী সড়কের কাঞ্চনা কাজীর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দু’জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজার এলাকা থেকে দু’জন নারী যাত্রী নিয়ে একটি সিএনজি এওচিয়া চুড়ামনি এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে সিএনজিটি সাতকানিয়া-বাঁশখালী সড়কের কাঞ্চনা কাজীর মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাটিবাহী একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন জিন্নাত। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like