সাতকানিয়ায় মাদক ও সন্ত্রাস  বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

১২৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে মাদক ও সন্ত্রাস  বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সকালে বাজালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। পরিষদ চত্ত্বর থেকে মাদকবিরোধী র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। সমাবেশে সতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা হারেজ মোহাম্মদসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের পাশাপাশি সকলেকে একযোগে কাজ করার আহবান জানান।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like