সাতক্ষীরায় তৃতীয় দফায় লকডাউন বাড়ল ৭ দিন
সাতক্ষীরা মেডিকেল কলেজ গত ২৪ ঘণ্টায় আরও চারজন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
এনিয়ে সাতক্ষীরায় করোনায় মারা গেছেন ৫৫ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৯ জন।
এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরায় চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিভিল সাজর্ন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় তৃতীয় মেয়াদে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।