সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস, নিহত ১
সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে সাজ্জাদ সরদার (৪৬) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে সাত জন। নিহত সাজ্জাদ সরকার একই উপজেলার পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ভায়ড়া বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস ভায়ড়া বাজারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী সাজ্জাদ সরদারের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।