সাতক্ষীরায় মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

১৪২

‘ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীসহ অন্যরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like