সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সম্পাদক গুলিবিদ্ধ, আটক ৪

৮৯

সাতক্ষীরায় ছাত্র শিবিরের গুলিতে আহত হয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিব। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে সদর উপজেলার মাছখোলা শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফারিবের বাবা জানান, সদর উপজেলার শিবতলার একটি মেসে শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন খবর পেয়ে ফারিবসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে যান।  এসময় ওই মেস থেকে শিবিরের ছেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তাদের ছোঁড়া গুলি লাগে ফারিবের শরীরে।সাতক্ষীরা সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like