সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে।
তবে, এখনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সোমবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নির্বাপন করেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করার পর জানা যাবে।
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।