সাভারে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাভারের পৌরসভা এলাকায় নৌকা ডুবে হৃদয় হোসেন মাহমুদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হৃদয় সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার মো. আলমাস আলীর ছেলে। তিনি সাভার কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৬ আগস্ট) রাতে কয়েকজন বন্ধু মিলে নৌকাযোগে জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যায় হৃদয়। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তার বাকি বন্ধুরা তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় হৃদয়। তবে তীরে উঠতে গিয়ে নাইম ও শামীম নামে দুজন গুরুতর আহত হলে তাদের সাভার সুপার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে নিখোঁজ হৃদয়কে খুঁজতে রোববার সকালে টঙ্গী থেকে একটি ডুবরিদল আসে। পরে তারা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

You might also like