সাম্প্রদায়িকতা মানবতা ও গণতন্ত্রের শত্রু: আমু

১২৩

সাম্প্রদায়িকতা মানবতার শত্রু, গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমু।

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো সক্রিয় রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে বাংলাদেশের সংবিধান থেকে চার মূলনীতি ছুড়ে ফেলে দেয়া হয়। বাংলাদেশের সংবিধানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো কথা ছিল না। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে উন্নয়ন সাধিত হয়েছে তা মেনে না নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি অপশক্তি। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্‌সহ অন্যরা।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like