সালমান খানকে হ’ত্যা’র হু’ম’কি!

গেল বছর হত্যার হুমকি পেয়েছিলেন বলিউড কল্পরাজ্যের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। এরপর নিজের ও পরিবারের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই সুপারস্টার। এরই মাঝে জানা গেল, আবারও জেল থেকে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন কথিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লরেন্স। সেখানে সালমানকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, সালমান খানের প্রতি ক্ষোভ রয়েছে আমাদের সমাজের। সে আমাদের সমাজকে অনেক অপমান করেছে। আর এই ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে। কিন্তু এখনও ক্ষমা চায়নি সালমান। ও যদি ক্ষমা না চায়, তবে এর ফল ভোগ করতে হবে তাকে। আমি কারও ওপর কখনই নির্ভর করি না।

ছোটবেলা থেকেই সালমানের প্রতি ক্ষুব্ধ লরেন্স। তা জানিয়ে তিনি বলেছেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে ক্ষোভ জমে আছে। খুব শিগগির অথবা পরে তার অহংকার ভেঙে দেওয়া হবে। আমাদের মন্দিরে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে দেয়, তবে আমার আর কিছু বলার থাকবে না।’

১৯৯৮ সালে ভারতের যোদপুরে একটি সিনেমার শুটিং চলাকালীন সময়ে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের বিরুদ্ধে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে থাকে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করে আসছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।

এদিকে, লরেন্স গ্যাংস্টার ৯ বছর ধরে কারাগারে রয়েছেন। তিনি বিভিন্ন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত।

সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে বলিউড ভাইজানকে। খুব শীঘ্রই ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। এছাড়াও তার হাতে রয়েছে টাইগার-থ্রি চলচ্চিত্রটি।