সিংড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধের দশ বছরের কারাদণ্ড
নাটোরের সিংড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুল আজিজ নামের এক বৃদ্ধের দশ বছরের কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার দুপুরে, জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল আজিজ উপজেলার সোয়াইর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৮ সালে ১৩ মার্চ সিংড়ার সোয়াইর গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর শয়ন কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে আব্দুল আজিজসহ আরো দুই তিনজন। এ সময় ওই নারীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আব্দুল আজিজসহ সকলেই পালিয়ে যায়।
পরে ১৮ মার্চ ভুক্তভোগী নারী তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য সিংড়া থানা পুলিশের ওপর দায়িত্ব দেয় আদালত।
পরে পুলিশ অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রায় ৫ বছর পর আদালত বিচারক স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক এ যায় দেন। আদালতে রায় ঘোষণার সময় আব্দুল আজিজ পলাতক ছিলেন।