সিএনজি থেকে ছিটকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
নওগাঁ শহরের মসরপুর বাইপাস সড়কে পপি রাণী নামের ২৬ বছর বয়সী এক গৃহবধূর সিএনজি থেকে ছিটকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাইপাস সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় স্বামী রবীন্দ্র ও ছোট শিশুকে নিয়ে সিএনজিতে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। ওই সময় অন্যমনস্ক হয়ে পড়ে হঠাৎ করে রাস্তায় ছিটকে পড়েন পপি।
তার স্বামীর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুকখোল গ্রামে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বামী রবীন্দ্রর সঙ্গে মান্দায় নিজের বাড়িতে ফিরছিলেন পপি রাণী। সিএনজিতে ওঠার ১০ মিনিট পরেই সড়কে পড়ে যান তিনি।
এতে মাথায় রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বামী রবীন্দ্র। তবে হাসপাতালে যাওয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পপি রাণীকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।