সিঙ্গার বাংলাদেশ ও ব্র্যাকের যৌথ উদ্যোগ দরিদ্র নারীদের দেয়া হচ্ছে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ
নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সিঙ্গার বাংলাদেশ ও ব্র্যাকের যৌথ উদ্যোগ ‘অবলম্বনে’র আওতায় সারা দেশে ১৫টি সেন্টারে প্রায় ৫ হাজার দরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
‘অবলম্বন’ বিষয়ে সিঙ্গার বাংলাদেশ ও ব্র্যাকের কর্মকর্তারা জানান, দেশের সার্বিক উন্নয়নে অনগ্রসর নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরী। মূলত সেই বোধ থেকে ২০১৮ সালে এর যাত্রা শুরু হয়। প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীগণ সেলাইয়ের মৌলিক সামগ্রীগুলো বিনামূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারেন বলেও জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি