সিঙ্গেল জীবন উপভোগ করেন নায়িকা মিমি চক্রবর্তী
একে তো নায়িকা; তার উপরে সাংসদ এর উপরে যুক্ত হয়েছে গায়িকার তকমা। বলছি কলকাতার মিমি চক্রবর্তীর কথা। সমান তালে কাজ করে যাচ্ছেন মিমি। শুধু তাই নয়; সব কাজেই বেশ প্রশংসার সাথে পারফর্ম করেছেন তিনি।
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সিনেমা ও রাজনীতিতে যুক্ত এই নায়িকা। কিন্তু এসবের বাইরে কেমন তার জীবন?
মিমি চক্রবর্তীর জীবনে কি প্রেম এসেছিল? তাকে নিয়ে কোন গুঞ্জন শোনা যায় কি? এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মিমি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে মিমি জানান, ‘নো কমেন্টস’। নিজের ব্যক্তিগত জীবন প্রচারের বাইরে রাখতে চান এই অভিনেত্রী।
ওই সাক্ষাৎকারে মিমি জানান, একা থাকতে ভালোবাসেন তিনি। কাজের বাইরে বই পড়েন, সিনেমা দেখেন নিয়মিত। এছাড়া পোষ্য প্রাণীদের লালন-পালন করে দিন কেটে যায় এই অভিনেত্রীর।
মিমি আরও জানান, তিনি সিঙ্গেল। এই জীবনে তিনি খুবই খুশি। মানুষ প্রশ্ন করবেন কেন আমি একা আছি। বিয়ে কেন করছি না। তাই এ বিষয়ে নো কমেন্টস বললাম। তাহলে আর কেউ কোনও কথা বলতে পারবে না।’