সিটি ব্যাংকের আয়োজনে ‘অ্যালাইট ইউরসেলফ’ শীর্ষক কর্মশালা

১১০

সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সেবা ‘সিটি আলো’র সহযোগীতায় ও জেসিআই ঢাকা নর্থের আয়োজনে ‘অ্যালাইট ইউরসেলফ’ শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ‘হতাশা’র উপর গুরুত্ব আরোপ করা হয়। গৃহীনী ও উদ্যোক্তা থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট হাউজের কর্মরত ১০০ নারী এই কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অধ্যাপক মেহতাব খানমের সঙ্গে অংশগ্রহনকারীদের প্রশ্নউত্তর পর্ব ছিলো। জেসিআই ঢাকা নর্থের স্থানীয় প্রেসিডেন্ট মাহিরা হাবিবের সঞ্চালনায় অনুণ্ঠানে সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরুপ হায়দার,সিটি আলোর প্রধান মারিয়াম জাভেদ জুহিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like