সিটি মেয়র সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ লেবার ফেডারেশন

৯৮

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম শাখার নব গঠিত কমিটি।

এ উপলক্ষ্যে সোমবার মেয়র কার্যালয়ে এক মতবিনিময় সভা হয়। এসময় মেয়র নব গঠিত কমিটির সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, শুধু সংগঠনের দায়িত্ব নিলে হবে না, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু আহমেদসহ আরো অনেকে।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like