সিনহা হত্যা: আরও এক পুলিশ সদস্য গ্রেফতার
মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামের আরো এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে হাজির করা হয় তাকে।
র্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানান, সিনহা হত্যা মামলায় অন্য আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তীতে তাকে রিমান্ডে নেয়া যেতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি