সিনেমা ‘মুখোশ’র ট্রেলার প্রকাশ
২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয় ‘মুখোশ’ সিনেমা। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রয়োজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।
সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ করা হয়। এই ছবিতে পরিমনি সাংবাদিক আর চিত্রনায়ক রোশান সুপারস্টার চরিত্রে অভিনয় করেছেন।
এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমার গল্পে তার চরিত্রের নাম ইব্রাহিম খালেদী। যিনি একজন লেখক। আর তাই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য শুটিং সেট ফেলানো হয়েছিল বইমেলায়।
সম্প্রতি ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। দর্শকের নজর ছিল ইফতেখার শুভ’র ‘মুখোশ’ ছবিটির দিকে। ১০ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ছবির ট্রেলার।
কিন্তু ছবিটির মুক্তি স্থগিত করায় ট্রেলার আর মুক্তি দেয়া হয়নি। ৪ মার্চ ছবিটির মুক্তির ঘোষণা আসার পর এবার গেল ১৮ ফেব্রুয়ারি প্রকাশ পেল ছবিটির ট্রেলার। ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।
কথা ছিল ২ জানুয়ারি প্রকাশ পাবে ‘মুখোশ’ সিনেমার টাইটেল সং। কথা মোতাবেক বছরের শুরুতেই প্রকাশ পায় নোবেলের গাওয়া ‘মুখোশ’ সিনেমার শিরোনাম গানটি। সেই গানে দর্শককে চমক দেন নোবেল।