সিরাজগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা; নিহত ৩

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, নাটোরের বনপাড়া থেকে একটি মাইক্রোবাস ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি ঝাঐল ওভার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা বাসের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ১২ জন।

You might also like