সিরাজগঞ্জে ৮ মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে মো. মাহমুদুল্লাহ নামে ৮ মাস বয়সী একটি শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শিশুর মা মুক্তা পারভীনকে আটক করেছে পুলিশ। ভোরে শাহজাদপুর পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মা মুক্তা পারভীনকে আটক করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সাথে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
এর জেরে গতকাল রাতে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি