সিরাজদিখানে সরকারি কোয়ার্টার থেকে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি কোয়াটার থেকে মো. শরিফুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। শরিফুল সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের কৃষি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার সরকারি কোয়াটারে ঘটনাটি ঘটে।
সিরাজদিখানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাহেব শুভ্র জানান, আমি পৌনে ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।