সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি হামলায় ৯ সৈন্য নিহত

১০৩

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার তুরস্কের হামলায় সরকারি বাহিনীর নয় যোদ্ধা নিহত হয়েছে। সেখানে যুদ্ধরত সরকারি বাহিনীর অগ্রযাত্রা এড়াতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীরা লড়াই করছে। এক পর্যবেক্ষক একথা জানান। খবর এএফপি’র।

সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সর্বশেষ প্রধান ঘাঁটি ইদলিবের পুনরায় দখল নিতে ডিসেম্বর থেকে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। সেখানে এ সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার ওই পর্যবেক্ষক জানান, জিহাদি নিয়ন্ত্রিত এ ঘাঁটির বিভিন্ন স্থানে সোমবার প্রচন্ড লড়াইয়ে উভয় পক্ষের প্রায় একশ’ যোদ্ধা নিহত হয়েছে।

এদের মধ্যে সরকারপন্থী ৪১ যোদ্ধা, ৫৩ জিহাদি ও মিত্র বিদ্রোহী রয়েছে।

সোমবার সামগ্রিকভাবে সরকারি বাহিনী এ বিদ্রোহী ঘাঁটির দক্ষিণে দ্রুত অগ্রসর হলেও দক্ষিণপূর্বে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছে এম৪ মহাসড়ক বরাবর নেরাব শহরের নিয়ন্ত্রণ হারায়।

ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, ওই এলাকায় তুরস্কের গোলা বর্ষণে নেরাবের কাছে সরকারি চার যোদ্ধা নিহত হয়। অপর পাঁচ যোদ্ধা এর পূর্বে সরাকেব শহরের কাছে তুর্কি হামলায় প্রাণ হারায়।

এ মাসের গোড়ার দিকে সরকারি বাহিনী নেরাব শহরের নিয়ন্ত্রণ নিলেও গত সপ্তাহে বিরোধী যোদ্ধারা ফের শহরটি দখল করে। তবে তারা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘণ্টা পর ফের এর নিয়ন্ত্রণ হারায়।

পর্যবেক্ষণ সংস্থা জানায়, সোমবার এ ঘাঁটির দক্ষিণে জাবাল আল-জাবিয়া এলাকায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like