সিলেটে ভয়াবহ আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

১২

সিলেটে আগুনে পুড়ে সোভা রানী চন্দ (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ মার্চ) বিকেলের দিকে সিলেট সদরের গোয়াবাড়ী এলাকার একটি টিনসেডের বাসায় এ ঘটনা ঘটে।

সোভা রানী চন্দ ওই বাসার ভাড়াটিয়া ছিলেন। তিনি মৃত সতিন্দ্র চন্দের স্ত্রী।

স্থানীয়রা জানান, টিনসেডের পাকা ঘরে পরিবারে নিয়ে ভাড়া থাকতেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থাকতেন সোভা রানী ছেলে দোলন চন্দ। ঘটনা সময় দোলন চন্দের ছেলে প্রান্ত চন্দ (১৪), প্রশান্ত চন্দ (০৮) ও তার শারীরিক প্রতিবন্ধী মা সোভা রানী চন্দ বাসায় অবস্থান করছিলেন।

এদিন সকালে তারা গ্যাসের চুলার ওপর কাপড় শুকাতেন তারা। পরে দোলন চন্দ এবং তার স্ত্রী কর্মস্থলে চলে যান। এদিকে তাদের ছেলে রান্না ঘরের পাশের রুমে টিভি দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ গ্যাসের আগুন কাপড়ে লেগে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সোভা রানী ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সময় তার দুই নাতি ঘর হতে বের হলেও সোভা আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এদিকে স্থানীয় লোকজন তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবরে পেয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল বাহিনীর বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You might also like