সিলেটে রায়হান হত্যা: আরো ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

৮৫

সিলেটে রায়হান হত্যার মূল অভিযুক্ত বরখাস্ত এসআই আকবরের পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানার ওসি সৌমেন মৈত্র ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৮ নভেম্বর থেকে তাদের বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওসি (তদন্ত) সৌমেন মৈত্র আকবরের সিনিয়র কর্মকর্তা ও আব্দুল বাতেন ছিলেন রায়হান হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা। বরখাস্তকৃত দুইজনের মধ্যে সৌমেনকে রংপুরে ও আব্দুল বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এসএমপির মোট সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ও তিনজন প্রত্যাহার হলেন।

এছাড়া, এ পর্যন্ত এসআই আকবর হোসেন ভুইয়াসহ গ্রেফতার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।

এর আগে, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাড়িতে নির্যাতন করা হয় যুবক রায়হানকে। পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহ পায় স্বজনরা।

ডেস্ক নিউজ/বিজয় টিভি

You might also like