সিয়াম-পূজার ‘শান’ ছবি দিয়ে প্রথমবার সিনেমার গান গাইলেন মিজান

১৬

বিগ বাজেটের ছবি শান। উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি পায়নি ছবিটি। করোনার কারণে এমনটি হয়েছিল। এবার সব ঠিক থাকলে ঈদে মুক্তি পাবে সিনেমা ‘শান’।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম।

এবার পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিজান রহমান। ‘আমি শান’ শিরোনামের গানটির মাধ্যমে প্রথমবার সিনেমায় গাইলেন এই শিল্পী।

রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন আলভী। ২০২০ সালে রেকর্ড করা গানটি সম্প্রতি পুনরায় রেকর্ড করা হয়েছে।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিয়াম ও পূজা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস। সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মম্যান প্রডাকশন।