সীতাকুন্ডে জাহাজ কাটার সময় ৩ শ্রমিক নিহত
সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে ম্যাক করপোরেশন নামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জাহাজের ভেতরে একটি ট্যাংকার খুলতে গিয়ে সেখানে জমে থাকা অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি