সীতাকুন্ডে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সীতাকুন্ডে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সকালে উপজেলার ভাটিয়ারি থেকে এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। তিনি বলেন, মহাসড়কের দুই পাশ দখল করে রাখায় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া সরকারি কাজের প্রয়োজনে সড়ক থেকে ৩০ ফুট পযর্ন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না, পাশাপাশি এ আইন না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি