সুক্ষ্ম ঘোপ জাল ব্যবহার করে ধ্বংস করছে ইলিশ

১১০

সমুদ্র উপকূলে এ বছরেও ইলিশ ধ্বংসকারি অবৈধ সুক্ষ্ম ফাসের ঘোপ জাল ব্যবহারে তৎপর অসাধু জেলেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ঘোপ জাল বন্ধে শুধু আইনি ব্যবস্থা নয় সচেতনতা বাড়াতে হবে জেলেদের মাঝে।

বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা, সমুদ্রের সাথে নদী দুটি মিলেছে এখানে। আর এখানেই প্রতি বছর ঘোপ নামের সুক্ষ্ম জালের ফাদে মারা পরে কোটি কোটি ইলিশের পোনা। নদী মোহনায় ইতি মধ্যেই বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মাছ ধরার এই নিষিদ্ধ জালের খুটিঁ ।

উপকূলে উদ্ভিদ কনা খেতে আসা ইলিশ পোনাগুলো ঘোপ জালে মারা পরবে তা নয় এ জালে ধ্বংস হবে সব ধরনের মাছের পোনা। আর এতে ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের ত্যাগ,প্রশাসনের কঠোর পরিশ্রম প্রায় সবকিছু বিফলে যাবে।

জেলা প্রশাসন বলছে শুধু আইনি ব্যাবস্থা নয় এ জাল বন্ধে সচেতন করে তুলতে হবে জেলেদের।

উপকূলের উদ্ভিদকলা খেতে আসা ইলিশের পোনাগুলো ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়। কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে লাখ লাখ পোণা আর কখনোই ফিরতে পারে না সমুদ্রে। তবে সারা বছরই এ জালে আটকা পড়ে মারা যায় বিভিন্ন প্রজাতি মাছের পোনা ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like