সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত

১১৬

উজানের ঢল ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।

কাঁঠালিয়া ও রাজাপুরে বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেতসহ রাস্তাঘাট। এতে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার সুগন্ধা নদীর তীরবর্তী নলছিটি উপজেলার নাচনমহল, ভবানিপুর, ইসলামপুর, তেতুলবাড়িয়াসহ ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like