সুনামগঞ্জের ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫টি পিপিই প্রদান
সুনামগঞ্জের ১১ উপজেলা ও সুনামগঞ্জ সদর হাসপাতালের ডাক্তারদের জন্য ৬৫টি পিপিই প্রদান করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বৃহস্পতিবার সকালে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে এ পিপিই তুলে দেন।
এসময় সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট বিশ্বজিৎ গোলদার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ সদর হাসপাতালে জ্বর, সর্দি ও কাশিতে ভোগা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য আলাদা চিকিৎসা কর্ণারের উদ্বোধন করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি