সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জে ট্রাকচাপায় রাসেল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাসেল বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের ভাদের টেক গ্রামের মহিউদ্দিনের ছেলে।

বুধবার (৯ মার্চ) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইষতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে সুনামগঞ্জ শহরে প্রবেশের সময় দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক রাসেলকে চাপা দেয়। পরে পথচারী ও সড়কের পাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ীরা ঘাতক ট্রাকচালকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

You might also like